স্টাফ রিপোর্টার ::
জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শহীদ মিনার নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে ও শহীদ মিনার নির্মাণের জন্য অন্যত্র স্থান নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির ছাত্ররা। গতকাল বুধবার সকালে ছাত্ররা কালো ব্যানার হাতে বিদ্যালয়ের সম্মুখ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচিতে অংশ নেয় কয়েক শতাধিক ছাত্র। তারা ‘জুবিলীর মাঠ ফেরত চাই’ শ্লোগানে ঘণ্টাব্যাপি সড়কে অবস্থান নেয়। এসময় সড়কে যানবাহন চলাচলও বন্ধ করে দেয় ছাত্ররা। মানববন্ধনে অংশ নিয়ে খেলার মাঠে শহীদ মিনার নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন স্কুলটির প্রাক্তন ছাত্ররা। পরে ‘রক্ত দেবো তবু মাঠ দেব না’ শ্লোগানে শহরের প্রধান সড়কে প্রতিবাদ মিছিল করে জুবিলীয়ানরা। মিছিলটি শহরের ডিএসরোড, আলফাত স্কয়ার, পুরাতন বাসস্টেশন হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে ছাত্ররা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি তুলে ধরলে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ছাত্রদেরকে বুঝিয়ে তাদের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান।