তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
তাহিরপুর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়–য়া স্কুল ছাত্রী গত মঙ্গলবার রাতে তার প্রতিবেশীর ঘরে টেলিভিশন দেখে নিজ বাসায় ফেরার পথে পার্শ্ববর্তী বাড়ির আব্দুল মালিকের পুত্র রুখন মিয়া (২০) ওই ছাত্রীর মুখে গামছা পেঁচিয়ে তাকে জোরপূর্বক নির্জনে স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে রুখনকে আসামি করে গতকাল বুধবার তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা হয়েছে। আসামি গ্রেফতারে জোর তৎপরতা চলছে।