সুনামকণ্ঠ ডেস্ক ::
হত্যা মামলায় সুনামগঞ্জের এক ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়েছে সৌদিআরবে। এক প্রবাসী বাঙালিকে হত্যার দায়ে সৌদি আরবের আদালত তার শিরোচ্ছেদের আদেশ দিয়েছিল।
রোববার স্থানীয় সময় ১০টায় জেদ্দায় মহসিন (৪০) নামের ওই ব্যক্তির শিরোচ্ছেদ করা হয়। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ছিলেন।
জানা যায়, ২০০৬ সালের ২৩ এপ্রিল জেদ্দায় মহসিন তার মাওলানা ইয়াছিন আলীর ছেলে শাহ জালালকে সৌদিআরবে খুন করে। এ ঘটনায় নিহত জালালের নিকটাত্মীয় সৌদি আরব প্রবাসী এক ব্যক্তি সে দেশের আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে সৌদি পুলিশ মহসিনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। আদালতে দীর্ঘ শুনানি শেষে বিচারক মহসিনের বিরুদ্ধে মৃত্যুদন্ডের আদেশ দেন।