ছাতক প্রতিনিধি ::
ছাতকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আবাসিক বিদ্যুৎ কর্মচারীরা কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে তারা এ কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালনকালে সকালে আবাসিক বিদ্যুৎ অফিসের সামনে জাতীয় শ্রমিকলীগ (রেজি. নং-১৯০২) সিবিএ’র সভাপতি আব্দুল বারিকের সভাপতিত্বে ও শ্রমিক নেতা আখতারুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন সিবিএর কার্যকরী সভাপতি আব্দুস ছাত্তার, জাতীয় শ্রমিকলীগের উপদেষ্টা কাজী আপ্তবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক সামছুন নুর, প্রচার সম্পাদক রিপন মিয়া, মহিলা সম্পাদিকা আমিরুন নেছা, সদস্য মুজিবুর রহমান, মাসুক মিয়া, ননী গোপাল প্রমুখ।