স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস)। মঙ্গলবার সকালে সদরের লক্ষণশ্রী, গৌরারং, কাঠইর এবং মোহনপুর ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ৪ হাজার খাবার স্যালাইন এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়।
জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা (জেছিস)-এর উদ্যোগে ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর সহায়তায় এবং ইজিসিএসসি ইন ডাব্লিউএসএস প্রকল্পের আওতায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল ওয়াদুদ, মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, কাঠইর ইউপি চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, সদর উপজেলা জনস্বাস্থ্য অফিসের মো. তাহাজ্জাদ আলী বিপুল এবং জৈন্তিয়া ছিন্নমুল সংস্থার ৪টি ইউনিয়নে কর্মরত ইউনিয়ন সম্প্রসারণ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম চৌধুরী, পলাশ সরকার, অর্পণা রানী পুরকায়স্থ, সোহেনা বেগম, লিপিকা তালুকদার, মৃণাল কান্তি তালুকদার, ফাহিমা বেগম, শিল্পী রানী দে ও স্থানীয় সদস্য এবং গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ।