জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, গত সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এ এসআই ফিরোজ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামে অভিযান চালিয়ে গ্রামের নাসির উদ্দিনের ছেলে বিভিন্ন মামলায় ৩টি ওয়ারেন্টভুক্ত আসামি কাচাব আলীকে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করেন।
এছাড়া গতকাল মঙ্গলবার জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের পৃথক দল উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রামের আব্দুল মানিকের ছেলে আরেক মামলার আসামি কবির হোসেনকে (২৫) গ্রেফতার করেন।