স্টাফ রিপোর্টার ::
জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট যথাযথ মর্যাদায় পালনে মাসব্যাপি কর্মসূচির উদ্যোগ নিয়েছে জেলা যুবলীগ। এদিকে আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগ নেতাকর্মীরা। শহরের রমিজ বিপণির আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মোমবাতি হাতে নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা ও সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, সুনামগঞ্জ সদর থানা যুবলীগের আহ্বায়ক সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল ও মুহিবুর রহমান মুহিব, আহ্বায়ক কমিটির সদস্য জেবুল মিয়া, পিন্টু বণিক, অপু, রিংকু রায়, ফয়সল আহমদ, জয়ন্ত বণিক, গিয়াস উদ্দিন, সহিবুর আলম, রুপন আহমদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক টিটু তালুকদার ও দেবাশীষ দাসগুপ্ত বাপ্পী, আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ ইমন, হাসানুজ্জামান ইস্পাহানি প্রমুখ।