স্টাফ রিপোর্টার ::
রাষ্ট্রীয় আমন্ত্রণে সংসদীয় দলের সদস্য হিসেবে ১০দিনের সফরে ভারত যাচ্ছেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। আজ সোমবার সকালে জেট এয়ারওয়েজে দিল্লীর উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
ভারতে অবস্থানকালে ভারতের রাষ্ট্রপতি, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার, পররাষ্ট্র মন্ত্রী, কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাঁদের বৈঠকের কথা রয়েছে। দিল্লী থেকে কলকাতা হয়ে আগামী ১০ আগস্ট তাঁর বাংলাদেশে ফেরার কথা রয়েছে।