বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রনজিত চৌধুরী রাজন। রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইউনিয়ন পরিষদে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফতেপুর ইউপির সদ্যবিদায়ী চেয়ারম্যান শামছুজ্জামান শাহ। স্বাগত বক্তব্য দেন ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন।
অতিথির বক্তব্য দেন আবুল মহাজন, কলায়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, ফতেপুর মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক সুধিন্দ্র জোয়ারদার, স্কুল কমিটির সভাপতি জগদীশ বাবু, ফতেপুর ইউপি আ.লীগ সভাপতি মখলিছুর রহমান, জেলা ওলামালীগ নেতা মাহফুজুর রহমান মাফিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অনন্ত রায় জনি, বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগ আহ্বায়ক জিয়াউল হক তুহিন, সুনামগঞ্জ সদর যুবলীগ নেতা এহসানুল হক উজ্জ্বল, পৌর যুবলীগ নেতা রিপন, ফতেপুর ইউপির সংরক্ষিত আসনের সদস্য আমিনা আক্তার, জেসমিন আক্তার, মিলন রানী চৌধুরী, সাধারণ সদস্য নেছার আহমদ শাহ, মহিবুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল হেকিম, জগন্নাথ বিশ্বাস, অশ্বিনী বর্মণ, অরুণ কান্তি দাস, মনসুর নূর চৌধুরী, বিজয় কর প্রমুখ।