দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৮জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। রোববার সকাল ১০টা থেকে ১২টার মধ্যে পাগলা কুকুরের কামড়ে তাঁরা আহত হন। আহতরা হলেন শ্রীনারায়ণপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে আনিসা বেগম (৪), একই গ্রামের তাকির উদ্দিনের মেয়ে তাহমিনা বেগম (৮), শাহীনুর মিয়ার ছেলে, মুরসালিন (৮), গোবিন্দপুর গ্রামের নুরুল আমিন সরদারের মেয়ে বুশরা সরদার (১০), টাইলা গ্রামের আব্দুর রহমানের মেয়ে আরিফা বেগম (৬), একই গ্রামের নিরদা রানী দাস (৪৫) ও সাদিরপুর গ্রামের হুসমত উল্লা (৬৫)। তারা সবাই দিরাই উপজেলা স্বাস্থ্য কমল্পেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নাজিয়া মানানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।