জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরের ভাঙাচোরা সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে আওয়ামী লীগ।
জানা যায়, গতকাল সোমবার দুপুরে আ.লীগের দলীয় কার্যালয়ে জগন্নাথপুর উপজেলার সকল ভাঙাচোরা সড়কের কারণে জনসাধারণের দুর্ভোগ বিষয়ে দলের শীর্ষ নেতাদের মধ্যে ব্যাপক আলোচনা হয়। এক পর্যায়ে সড়কগুলোর সংস্কার কাজ বিষয়ে জানতে চাওয়া হয় জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রফিকুল ইসলামের কাছে। তখন প্রকৌশলী রফিকুল ইসলাম আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন। এ সময় সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, আ.লীগ নেতা ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, আ.লীগ নেতা সৈয়দ মাসুম আহমদ, যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, রাসেল আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।