জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া দায়িত্ব গ্রহণ করেছেন। জানাগেছে, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণ উপলক্ষে পরিষদের অস্থায়ী কার্যালয় স্থানীয় স্বাধীন বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মখলুছ মিয়ার কাছে দায়িত্ব হস্তান্তর করেন চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। এ সময় ইউপি সচিব প্রবীণ রঞ্জন পুরকায়স্থ, নবনির্বাচিত ইউপি সদস্য সাহান আহমদ, আলাউর রহমান, আবু বকর মধু, আলী হোসেন, আবুল হোসেন, কানন মিয়া, আলী আকবর, আলেক উদ্দিন, দুরুদ মিয়া, নারী সদস্য রোশনারা বেগম, সালেহা বেগম, শরিফুল বেগমসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।