স্টাফ রিপোর্টার ::
৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় মদ আটক করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার রাতে মাছিমপুর বিওপি’র নায়েক সুবেদার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গামারিতলা নামক স্থান হতে ৯০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। যার মূল্য ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং লাউরগড় বিওপি’র নায়েক সুবেদার মো. আবুল কলাম আজাদের নেতৃত্বে একটি টহল দল গতকাল রোববার উত্তর মকছেদপুর নামক স্থান হতে ১৫২ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ উদ্ধার করে। যার মূল্য ২ লক্ষ ২৮ হাজার টাকা।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা উক্ত ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় বলে বিজিবি সূত্র জানায়। পরবর্তীতে বিজিবি সদস্যগণ পরিত্যক্ত অবস্থায় মদ উদ্ধার করে।
২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক নাসির উদ্দিন আহমেদ জানান, এ ব্যাপারে মামলা দায়ের পূর্বক আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।