তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়নে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বালিজুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মিছিল পরবর্তী বালিজুড়ি বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবুল হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জি, আহমদ আলী, সুজাত মিয়া, আবুল কালাম আজাদ, তুষা মিয়া, আব্দুল কাদির প্রমুখ।
সভা চলাকালে বালিজুড়ি ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আজিজ, আবুল কাশেম, আবুল হোসেন, মো. আশিক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকারী নেতৃবৃন্দকে ফুলেরমালা দিয়ে বরণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কান্তি করসহ উপজেলা আওয়ামী লীগের অপরাপর নেতৃবৃন্দ। সভা শেষে আতাউর রহমানকে সভাপতি ও তুষা মিয়াকে সদস্য সচিব করে ৬৭ সদস্যবিশিষ্ট একটি বালিজুড়ি ইউনিয়ন সন্ত্রাস, নাশকতা ও জঙ্গি প্রতিরোধ কমিটি গঠন করা হয়।