দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
‘রবীন্দ্র-নজরুল আমাদের প্রাণ। এদের ছাড়া বাঙালির জীবন কল্পনা করা যায় না। এরা আমাদের চলার প্রেরণা। আমরা যত বেশি রবীন্দ্র-নজরুল স¤পর্কে জানবো তত বেশি সমৃদ্ধ হবো। তাঁরা তাঁদের সাহিত্য দিয়ে যে আদর্শ রেখে গেছেন তা অনুকরণ করলে আমাদের মন উদার হবে, অসাম্প্রদায়িক হবে।’
রোববার সন্ধ্যায় শান্তিগঞ্জ বাজারস্থ এফআইভিডির হল রুমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাশুক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম শামছুন্নাহার।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিনহা, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও জয়কলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, উপজেলা আব্দুল মজিদ কলেজের প্রভাষক মো. নুর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক এইচএম মোশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, শিক্ষক মানিক লাল চক্রবর্তী, আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনোয়ার হোসেন হিমেল।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন রবীন্দ্র সংগীত শিল্পী সুখময় ভট্টচার্য, প্রীতিভূষণ ভট্টাচার্য, মহুয়া দেব মিতু, নিপা সূত্রধর, সাদিয়া সুলতানা মনি, পৌষি ভৌমিক, নিপা, মোহনা আক্তার, সুমিতা দেবনাথ, পপি দাস, নির্ঝর মজুমদার, ঝুমা সূত্রধর, তৃপ্তি সূত্রধর, সুপ্তি সূত্রধর। তবলায় ছিলেন শম্ভু দেবনাথ ও কপিল ঋষি, হারমোনিয়ামে ছিলেন চিনু চক্রবর্তী, কিবোর্ডে সন্তোষ কুমার চন্দ।