জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে আজ ৩১ জুলাই রোববার বেলা ২টা ৩০ মিনিটে সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূইয়া। এছাড়া বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখবেন। কর্মসূচিতে সিলেট বিভাগের প্রত্যেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপস্থিতি কামনা করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি