জাউয়াবাজার প্রতিনিধি ::
ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের পীরপুর দক্ষিণ পাড়া গ্রামের ময়না মিয়ার পুত্র লুৎফুর রহমান (৩২) ও আনকার আলী (২৭)। গোপন সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তরিকুল ইসলাম অভিযান চালিয়ে শনিবার রাতে পীরপুর দক্ষিণ পাড়া গ্রামের আসামিদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।