বার্জার পেইন্টস’র উদ্যোগে ও রঙ মেস্তুরি কর্মী কল্যাণ সংগঠনের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। সম্প্রতি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বার্জার পেইন্টস’র সিলেট সেলস অফিস কর্মকর্তা দেওয়ান ইমরান আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লি. এর সেলস এন্ড মার্কেটিং কর্মকর্তা মহসিন হাবিব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আয়ূব বখ্ত জগলুল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রঙ মেস্তুরি কর্মী কল্যাণ সংগঠনের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সহ-সভাপতি আফজল হোসেন, আনোয়ার হোসেন, সম্পাদক শামীম আহম্মদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ও আব্দুল গফ্ফার চৌধুরী, সদস্য আরব আলী, ওয়াহিদ, সুহেল, আমিনুল, মিন্টু প্রমুখ। খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করে হাদীদ স্যাকটিং ঘর। সংবাদ বিজ্ঞপ্তি