জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে এক মেয়েকে অপহরণ করে ধর্ষণের দায়ে দায়েরকৃত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুর মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সে দিরাই থানার ইসলামপুর ভাটিপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। সে দীর্ঘদিন ধরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে বসবাস করে আসছে।
জানাগেছে, গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ মোল্লারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি নুর মিয়াকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।