জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছালিক আহমদ ডনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর সচিব মোবারক হোসেন, প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান, নার্গিস ইয়াসমিন, আ.লীগ নেতা আবুল কাশেম, হাসপাতাল পয়েন্ট বাজার কমিটির সভাপতি সাজিদুর রহমান, সাংবাদিক শংকর রায়, পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ প্রমুখ।
এ সময় জগন্নাথপুর থানার ওসি মো. মুরসালিন, প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর মীরা রাণী পাল, আয়ারুন্নেছা, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী আব্দাল হোসেন ভূইয়া, সহ-সভাপতি জাহির উদ্দিন, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, সাংবাদিক এসকে চৌধুরী শিমু, ব্যবসায়ী ডা. শশী কান্ত গোপ, পৌর কর্মচারী এলাইছ মিয়া, আব্দুস সালাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সদস্য এমডি মুন্না, যুবলীগ নেতা আক্তার হোসেন, ফুটবলার নজরুল ইসলাম নজিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।