স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়ের ৪৪তম জন্মদিন পালন করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ। বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারের রমিজ বিপণিস্থ কার্যালয়ে কেক কেটে এ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, সহ-সভাপতি মাসুক আহমেদ, আবুল খায়ের, সুমন আহমেদ, শামীম আহমেদ মিঠু, লিটু আহমেদ, সাংগঠনিক সম্পাদক লাভলু আহমেদ, শাহাজান আহমেদ, মাসুম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামান আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুল মিয়া, সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শিবলু চৌধুরী, মকলিস মিয়া, রুহুল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ প্রমুখ।