স্টাফ রিপোর্টার ::
পৌর এলাকার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংগঠন, সুনামগঞ্জ জেলা শাখা। বুধবার সকালে সংগঠনের পৌর বিপণিস্থ কার্যালয় থেকে ত্রাণসামগ্রী চিড়া, গুড় ও স্যালাইন বিতরণ করা হয়।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহজাহান গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সহ-সভাপতি সফিউল ইসলাম শাহেদ, সহ-সম্পাদক আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ ছাইফুল্লাহ, শাহজাহান, হোসেন আলী, আতর আলী, জালাল উদ্দিন, আব্দুল হামিদ প্রমুখ।
সভাপতি শাহজাহান গাজী জানান, পৌর এলাকার ৩শ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।