দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইবাদত হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক, উপজেলা নির্বাহী অফিসের নাজির বরুণ কান্তি দাস প্রমুখ। ত্রাণসামগ্রী হিসেবে বন্যার্ত ৮৫টি পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, তৈল, চিড়া, সাবান বিতরণ করা হয়েছে।