দিরাই প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিরাই কলেজ ছাত্রদল। বুধবার সকালে বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যা¤পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ স¤পাদক লুৎফুর চৌধুরী’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম, পৌর ছাত্রদলের সভাপতি ওবায়দুর চৌধুরী মিশু, উপজেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক জুনায়েদ মিয়া, পৌর ছাত্রদলের সাধারণ স¤পাদক মেহেদী হাসান চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ স¤পাদক টিএম ফখরুল, পৌর ছাত্রদলের সহ সভাপতি নুর আহমদ, যুগ্ম সাধারণ স¤পাদক বদরুজ্জামান, কলেজ ছাত্রদলের সাধারণ স¤পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারণ স¤পাদক মাহবুবুল ইসলাম বিপ্লব। সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আতিকুর রহমান ফয়সল, ছাত্রদল নেতা সাহিদুর রহমান, শরীফ রাব্বানী, টিপু মিয়া, আফজল, বুরহান, নোমান, আখলাক প্রমুখ।