জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপি’র বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় সামনে থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেলিয়া পয়েন্টে পথসভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার বিএনপি’র সভাপতি নূরুল হক আফিন্দী।
ছাত্রদল নেতা রোকন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলফিকার চৌধুরী রানা, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আক্কাস মুরাদ, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুকী, উলামাদলের সভাপতি মাওলানা আশিক নুর, ছাত্রদল কলেজ শাখার সভাপতি শাহনেওয়াজ অপু প্রমুখ।