ছাতক প্রতিনিধি ::
ছাতকে ৫ জুয়াড়িকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জুয়াড়িকে ১০দিন করে সাজা প্রদান করেন।
উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের উত্তর বড়কাপন গ্রামের আব্দুস সোবহানের পুত্র ফজলু মিয়া (৫০), দক্ষিণ বড়কাপন গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র কমর আলী (২৬), বানায়ত গ্রামের সাদ আলীর পুত্র মনর উদ্দিন (৪৫), বাদেশ্বরী গ্রামের মছকন্দর আলীর পুত্র আব্দুল মজিদ (৩৫) ও একই গ্রামের মৃত ইসকন্দর আলীর পুত্র ফজর আলী (৪৫)কে এ সাজা প্রদান করা হয়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম বড়কাপন বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় এ ৫ জুয়াড়িকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে জুয়াখেলার ৪ হাজার ৩৩০টাকা জব্দ করা হয় এবং জুয়াড়িদের ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জব্দকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।