জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে বিভিন্ন মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলি গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মৃত আরাধন উল্লার ছেলে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তাহিদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেন। এছাড়া একই ইউনিয়নের সাতা গ্রামের ছোরাব উল্লার ছেলে আরেক পলাতক আসামি লাল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।