দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেনের নেতৃত্বে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার নোয়াখালি বাজার ও পাথারিয়া বাজার এলাকার বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় নোয়াখালি বাজার ও পাথারিয়া বাজারের বিভিন্ন রেস্টুরেন্ট ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পাথারিয়া বাজার এলাকা থেকে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে আগুনে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইবাদত হোসেন, উপজেলা মৎস্য অফিসার সীমা রাণী বিশ^াস, পাথারিয়া ইউনিয়ন ভূমি অফিসার মো. ফখরুজ্জামান, ভূমি অফিসের নাজির মো. আবু বক্কর প্রমুখ।