সুনামকণ্ঠ ডেস্ক ::
জনগণ ও সরকারের মধ্যে মেলবন্ধনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিদেশে বাংলাদেশের দূতাবাসসহ সব জেলা-উপজেলায় বিজয়ের মাসে ‘উন্নয়ন মেলা’র আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আগামী ১৩-১৫ ডিসেম্বর সব জেলা-উপজেলায় তিন দিনব্যাপী ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে একদিন (১৫ ডিসেম্বর) এ মেলা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ূন খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের উন্নয়ন কর্মকান্ড স¤পর্কে স্থানীয় পর্যায়ে জনগণকে অবহিত করা, সরকারের ভবিষ্যত কর্মপরিকল্পনা জনগণকে জানানো, এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্য প্রচার এবং এসডিজি কার্যক্রমে জনগণকে উদ্বুদ্ধ করা, স্থানীয় জনপ্রতিনিধি,
রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা স¤পর্কে মতবিনিময় ও বাস্তবায়ন পরিকল্পনা মেলার উদ্দেশ্য।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম খান ও আকরাম আল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।