জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে নৌকাডুবিতে বাহার উদ্দিন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রামের আইন উল্লার ছেলে।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বাহার উদ্দিন নিজ বাড়ি ঢেউয়ের কবল থেকে রক্ষা করতে বাঁশের তৈরি আড়ের ভিতরে স্থানীয় নলুয়ার হাওর থেকে নৌকা দিয়ে কচুরিপানা এনে স্তূপ দেয়ার কাজ করছিলেন। এ সময় তিনি নৌকা দিয়ে কচুরিপানা আনতে গিয়ে বাতাসের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে গেলে মৃগী রোগী বাহার উদ্দিনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।