ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের সামনের পুকুরের পানিতে ডুবে গতকাল সোমবার দুপুরে চাঁদ মিয়া (৬) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রামের আলী হাসানের ছেলে। ওই শিশুটি উপলোর নোয়াবন্দ নূরানী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল।
শিশুটির পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাদ্রাসা ছাত্র চাঁদ মিয়া স্থানীয় নোয়াবন্দ নূরানী ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন পুকুরে একাকি গোসল করতে যায়। এ সময় পা ফসকে ওই পুকুরের পানিতে পড়ে গিয়ে সে তলিয়ে যায়। ঘণ্টাখানেক পর স্থানীয় লোকজন খোঁজখুঁজি করে তাকে সেখান থেকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক চাঁদকে মৃত ঘোষণা করেন।