সুনামকণ্ঠ ডেস্ক ::
আগামী দুই মাসের মধ্যে মুক্তিযোদ্ধাদের স্বীকৃত ও সঠিক তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকদের সঙ্গে নিজ মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি জানান, সারা দেশে মুক্তিযুদ্ধকালে সম্মুখ যুদ্ধের স্থান ও বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করা হবে।
মন্ত্রী বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ঠেকাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা সনদে ৮ ধরনের বারকোড সম্বলিত সনদ প্রবর্তনের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে সজাগ থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের স্মরণে নতুন স্মৃতিসৌধ, স্মারকচিহ্ন নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি পুরনো স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের কথাও বলা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে শুরু হয় জেলা প্রশাসকদের বার্ষিক সম্মেলন। আগামী শুক্রবার পর্যন্ত এই সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত আলোচনা হবে।