স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের মল্লিকপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাখন লাল শর্মা, প্রধান শিক্ষক কাননবন্ধু রায়, কাউন্সিলর আহমদ নূর, পিটিএ সহ-সভাপতি ফরিদ আহমদ, বেবী খান, এসএমসি’র সদস্য আজিজুন নেছা, শিক্ষিকা আলফা পুরকায়স্থ, দত্তা চক্রবর্তী, নাজমা বেগম, ফেরদৌসী আরা ইয়াসমিন, সম্পা তালুকদার, রোকসানা ইয়াসমিন প্রমুখ।