ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে উপজেলার সদর বাজারে জঙ্গিবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে ওইদিন বিকেল চারটায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, জেলা যুবলীগের সদস্য মোজাম্মেল হোসেন রোকন প্রমুখ।