ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গতকাল সোমবার দুপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ে ফাইন্যাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন প্রমুখ।
বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন হয়েছে ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে খয়েরদিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে ফারুক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও মেডেল দেওয়া হয়।