ধর্মপাশা প্রতিনিধি ::
ষষ্ঠধাপে অনুষ্ঠিত ধর্মপাশা উপজেলায় ১০টি ইউপি’র নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ আসনের ১২০জন ইউপি সদস্যদের উপজেলা পরিষদ হল রুমে গতকাল সোমবার দুপুরে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হক তাঁদেরকে এ শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান প্রমুখ।