স্টাফ রিপোর্টার ::
দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের আরপিননগরস্থ ব্যাংক কার্যালয়ে সুনামগঞ্জ শাখার উদ্যোগে এই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন (অব.) আবু জাফর চৌধুরী জিডি (পি), পিএসসি, চেয়ারম্যান ও উপদেষ্টা দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাইলট অফিসার (অব.) সৈয়দ আলী মোকাররম, পরিচালক ও উপদেষ্টা, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড-এর ম্যানেজার নৃপেশ তালুকদার নানু প্রমুখ।
গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যাংক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় এম নবী হোসেন ও ফরিদ বক্সকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।