ছাতক প্রতিনিধি ::
ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে ৬ জন সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান।
বক্তব্য রাখেন মৎস্য চাষী আব্দুল মোমিন, কবির আহমদ মধু মিয়া প্রমুখ।
সভা শেষে ছাতকের সফল মৎস্যচাষী দোলারবাজার ইউনিয়নের চিচরাওলি-এস আলী মৎস্য খামারের পরিচালক দেলোয়ার হোসেন, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মল্লিকপুর-হাজী দুদু মিয়া এগ্রো ফার্মের পরিচালক আব্দুল মোমিন, ছাতক সদর ইউনিয়নের আন্ধারিগাঁও-এমএম বহুমুখী মৎস্য খামারের পরিচালক কবির আহমদ মধু মিয়া, নোয়ারাই ইউনিয়নের রাজারগাঁও-ভাইভাই মৎস্য খামারের পরিচালক সামছুর রহমান, জয়নগর-হৃদয় বহুমুখী খামারের পরিচালক মন্তোষ কুমার দাস ও ছনখাইড় মৎস্য খামারের পরিচালক সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।