ছাতক প্রতিনিধি ::
ছাতকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ আইন ও বিধি-বিধান সমূহের আলোকে ইউনিয়ন পরিষদের পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা গতকাল সোমবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের উপ-পরিচালক লুৎফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকতা মানিক চন্দ্র দাস, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম।
কর্মশালায় ইউনিয়ন পরিষদ আইন, বিধি-বিধান ও এলজি এসপি সম্পর্কে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সুনামগঞ্জের ডিএফ খন্দকার রবিউল আউয়াল নাসিম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আখলাকুর রহমান প্রমুখ।
কর্মশালায় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, আব্দুল হেকিম, দেওয়ান আব্দুল খালেক রাজা, সাইফুল ইসলাম, আবুল হাসনাত, মুরাদ হোসেন ও বিভিন্ন ইউনিয়নের সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী ইউসুফ মিয়া ও গীতাপাঠ করেন সুধাংশু বিমল দাস।