সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলাফত মজলিস, সুনামগঞ্জ পৌর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর সভাপতি মাওলানা খলিল আহমদের সভাপতিত্বে ও সদর সেক্রেটারি মাওলানা সাজ্জাদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার থানা সভাপতি মাওলানা ফারুক আহমদ ও ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মো. আতাউল হক।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে গুপ্তহত্যা, সন্ত্রাস, জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। যারা এসব করে তারা দেশ, জাতি ও ইসলামের শত্রু। জঙ্গিবাদীরা ইসলামের দোহাই দিয়ে যে সন্ত্রাসবাদ কার্যক্রম পরিচালনা করছে তা কোনভাবে ইসলাম সমর্থন করে না। তাই দেশ ও জাতির স্বার্থে তথা ইসলামের স্বার্থে এদের প্রতিহত করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলার বায়তুল মাল সম্পাদক মো. মোস্তফা কামাল, নির্বাহী সদস্য মো. মুহিব্বুর রহমান শিবলু, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সেক্রেটারি শাহ্ কামাল সাজু, সংগঠনের সুনামগঞ্জ পৌর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, সদর সহ-সভাপতি মাওলানা মুক্তাদির আলম, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, সুনামগঞ্জ শহর ছাত্র মজলিস শহর সভাপতি জহিরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজ সভাপতি মো. আবু সুফিয়ান, মাওলানা আরশাদ আলী, আব্দুল হক, হোসাইন কবির, সোহেল আহমদ, জাকির হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি