জগন্নাথপুর প্রতিনিধি ::
সিলেট জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করায় জগন্নাথপুরে মিষ্টি বিতরণ হয়েছে। গতকাল রোববার জগন্নাথপুর উপজেলা আ.লীগের উদ্যোগে পৌর শহরের ভবেরবাজারে দলীয় আঞ্চলিক কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।