ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ চত্বরে গতকাল রোববার দুপুরে নিষিদ্ধ মশারি ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলার বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে সম্প্রতি ৭৫০মিটার নিষিদ্ধ মশারি ও ২১৫ কেজি ওজনের কারেন্ট জাল জব্দ করা হয়। গতকাল রোববার জব্দ হওয়া জালগুলো পুড়ানোর সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবিএম সাইফুজ্জামান, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।