দক্ষিণ সুনামগঞ্জ অফিস ::
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলাবাজার ও দেখার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল শনিবার দিনব্যাপী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেন-এর নেতৃত্বে ও দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলার পাগলা বাজারের রেস্টুরেন্ট মালিক, ফল ব্যবসায়ীকে মোট ১৮ হাজার টাকা জরিমানা এবং দেখার হাওরে অবৈধ কারেন্ট জাল দিয়ে মৎস্য আহরণের সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ জাল জয়কলস ব্রিজের উত্তর পাড়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবাদত হোসেনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাস, থানা পুলিশের এসআই মো. গোলাম মোস্তাফা, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, মৎস্য চাষী মতিউর রহমান প্রমুখ।