সুনামকণ্ঠ ডেস্ক ::
জঙ্গিরা ছেলেদের বেহেশতের কথা বলে জঙ্গিবাদে নামায় বলে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, এ ব্যাপারে বাবা-মায়েদের সন্তানদের ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।
রোববার বেলা ২টার দিকে কক্সবাজার সৈকতের তারকা হোটেল ‘দ্য কক্স টুডে’র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
আইজিপি বলেন, জঙ্গিরা ছেলেদের টার্গেট করে। মসজিদে জিহাদের কথা বলে উদ্বুদ্ধ করে। হিজরতের নামে ঘর থেকে বের করে জঙ্গি প্রশিক্ষণ দেয়। তারপর বেহেশতের কথা বলে ছেলেদের জঙ্গিবাদে নামায়। এ ব্যাপারে বাবা-মায়েদের বেশি সচেতন হতে হবে। সন্তানদের ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে। বাংলাদেশকে জঙ্গিদের উর্বর মাটি করতে দেওয়া যাবে না।
শহীদুল হক বলেন, ইসলামের নামে মানুষ হত্যা আর সন্ত্রাস-নাশকতা চালিয়ে জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। আমরা তা কোনোদিন সফল হতে দেব না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।
জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, যারা জঙ্গি হয়েছেন, তাদের প্রতি অনুরোধ- ঠিক পথে ফিরে আসুন। স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবারের অশান্তি দূর করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ক্ষেত্রে সহযোগিতা করবে। সরকারও তাদের সাধারণ ক্ষমা করবে।