ভ্রাম্যমাণ প্রতিনিধি ::
জামালগঞ্জে বিদুৎস্পৃষ্টে মারুফ মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের আলী আমজাদ (ইদন মিয়া)-এর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে জামালগঞ্জ মডেল হাই স্কুলে ভবনের সামনে বিদ্যুতের তার ঝুলন্ত থাকায় ওই তার ঠিক করতে যান মারুফ মিয়া। এ সময় বিদুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মারুফ মিয়া ৭ বছর যাবৎ ওই স্কুলে দপ্তরি পদে কর্মরত ছিলেন।
জামালগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।