ছাতক প্রতিনিধি ::
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, রাজনীতি থেকে দূরে রাখতে সরকার তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী সরকার একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করতে সরকারের ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে। সরকারের ইচ্ছে পূরণের এ রায় দেশবাসী প্রত্যাখ্যান করেছে।
তারেক রহমানের বিরুদ্ধে সাজা প্রদানের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান সোহেল, উপজেলা বিএনপি’র সদস্য কয়েছ মিয়া, লুৎফুর রহমান খান, আনোয়ার হোসেন সাগর, মাহবুবর রহমান, আতিকুর রহমান, হাজী তৈমুছ আলী, নুরুল হক, সামছুল ইসলাম, মাস্টার আব্দুল লতিফ, আলতাব আলী, সামছুল হক মেম্বার, আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সদরুল আমিন সোহান, বিএনপি নেতা কছির মিয়া, নিজাম উদ্দিন, আব্দুস সহিদ, বদর উদ্দিন, এখলাছ মিয়া, নুরুল আলম, সায়েদ মিয়া, ডা. মাসুক আহমদ, আবুল বশর, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হক খেলন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মসুর আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম হোসেন সাকিল, যুবদল নেতা সাজ্জাদুর রহমান, মাসুক মিয়া, আজিজুর রহমান, আবু শামীম প্রমুখ।