বিশ্বম্ভরপুর প্রতিনিধি ::
বিশ্বম্ভরপুরে নৌকাডুবিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মালেগণি (৩৫)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের রূপা উল্লাহর ছেলে। নিখোঁজের দু’দিন পর শনিবার করচার হাওরের পশ্চিমপাড়-কাটাখালি-ঘাগটিয়া রাবারড্যাম সংলগ্ন এলাকায় লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।