ছাতক প্রতিনিধি ::
ছাতকের বটেরখাল নদীতে ডুবে পারভেজ আলম (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সদুখালি গ্রামের ইলিয়াছ আলীর পুত্র এবং সিংচাপইড় মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার বিকেলে সে নিখোঁজ হলে সন্ধ্যায় একটি বাঁশের সাঁকোতে আটকা পড়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বটেরখাল নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় পারভেজ আলম। ওইদিন সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।