জগন্নাথপুর প্রতিনিধি ::
অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে উচ্চ আদালতের ধার্যকৃত রায় কার্যকরের আহ্বান জানিয়েছেন জগন্নাথপুর ছাত্রলীগ নেতৃবৃন্দ। গতকাল শনিবার জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজিত সমাবেশে এ আহ্বান জানানো হয়।
শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি শাহ শাহেদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক রুমেন আহমদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য মাহবুব হুসেন, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সিনিয়র সহ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, আজমল হুসেন মিঠু, যুগ্ম স¤পাদক কল্যাণ কান্তি রায় সানি, আব্দুল কাদির, আব্দুল মুকিত, হাবিব জুয়েল, পিয়াস, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, যুগ্ম স¤পাদক এসআর দুর্জয়, সারোয়ার চৌধুরী, সাংগঠনিক স¤পাদক আবু সাঈদ, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, মিছবাহ আহমদ, জুনেদ আহমদ, রনি রাজ, আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহমদ, পাটলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিম, সাধারণ স¤পাদক মোজাহিদ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক সৈয়দ ইনান, ছাত্রলীগ নেতা এখলাছুর রহমান সোহাগ, শাহীন মিয়া সুমন, হুমায়ুন খাঁন, মুরাদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ নেতা সিতু মিয়া, সম্মেলন প্রস্তুতি কমিটির সহ সভাপতি আমিনুর কামালী, যুগ্ম স¤পাদক মিনার চৌধুরী, ছাত্রলীগ নেতা এমডি মুন্নাসহ শতাধিক ছাত্রলীগ নেতৃবৃন্দ।