ছাতক প্রতিনিধি ::
ছাতকে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন চলাকালে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আক্তার হোসেনের সভাপতিত্বে ও পৌর খেলাফত মজলিসের সেক্রেটারি ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিস নেতা মাওলানা ফজলুর রহমান, মাওলানা বদরুল আলম, মাওলানা দ্বীন মোহাম্মদ, খেলাফত মজলিস নেতা মাওলানা আবুল খয়ের, মাওলানা সালেহ আহমদ, মাওলানা আমির আলী, হাফিজ আবু সাঈদ, মাওলানা ফখরুল আমিন, মাওলানা রেজাউল করিম, হাফেজ সিদ্দিকুর রহমান, মাওলানা মোশাহিদ আলী, আইন উদ্দিন সুজন, মাওলানা আব্দুর রহিম, সোলায়েমান আহমদ, মাওলানা শফিকুল ইসলাম, ছাত্র মজলিস নেতা মোস্তাফিজুর রহমান পল্লব, আব্দুল মুমিন, মাওলানা আব্দুল জব্বার প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমজাদ আলী।